প্রশ্ন – অতনু মিশ্র

প্লাটফর্মে মায়ের লাশ –
টানছে চাদর শিশু ,
খিদে পেটে,দুধ পায়নি
দেড় বছরের যিশু ।

উঠনা মাগো-বড্ড খিদে,
শুকায় গলার লালা-
একটু  খানি জল মুখে দে,
মিটুক বুকের জ্বালা।

আর কতক্ষণ রইবি বল,
চাদরে মুখ ঢেকে –
ট্রেনের উপর সেই চেপেছিস
ঘরের অভিমুখে।

আর কি মাগো আমার সাথে
ফিরবিনা তুই ঘরে,
বুকের মাঝে আর নিবিনা
একটু  আদর করে।

বলছে সবাই,তুই নাকি মা
নেইতো বেচে আর –
আজকে আমি অনাথ শিশু ,
দায় বলত কার?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *