অতীতের আলাপচারিতা
প্রদ্যোৎ কাঞ্জিলাল
আজ হঠাৎ সন্ধে নামলো তোমার উপত্যকায়।
তোমার ফেলে আসা অসম্পূর্ন বৃত্তে;
বিকালের পড়ন্ত সূর্যের স্পর্শে চায়ের চুমুক তলানিতে,
আমার চুমুকে প্রশান্তি অবারিত।
একরাশ মনখারাপের রাতের দোদুল্যমান পরিসরে,
অস্থির চিত্তে ঘড়ির টিকটক অনুশাসনের প্রশয়;
অতীতের আলাপচারিতা সুরে আজ গমগম।
স্মৃতির জ্বরে একা দাঁড়িয়ে একাকিত্ব অনুভব,
ব্যক্তিগত জীবনের স্বল্পস্থায়ী পরিসরে;
হাতেহাত রেখে ফেলে আসা প্রতিশ্রুতি,
ভেসে ওঠে মনের গভীরে।
তারপর বহুযুগ পার করে পূর্বাভাস ছাড়া আবহাওয়া বদল,
এর মাঝে সময়ের হাত ধরে হাতড়ানো কিছু স্মৃতি;
দায়িত্ব এড়িয়ে যাওয়ার মৌনতা,
চলে যাওয়ার ছাপ ফেলে যায়।
আমার বুকে আজ একাকিত্ব,নিঃসঙ্গ দিনযাপন;
বুকের ভিতর যত্নে ‘মন কেমনের’ যন্ত্রনা;
বিষন্নতা সংক্রমন,
স্মৃতির গভীরে ডুব দিয়ে হারিয়ে যাওয়া দিনের অন্বেষন;
অতীতের সন্ধানে নিখোঁজের বিজ্ঞাপন।
০৯/০৬/২০২২