প্রতারক -সায়ন দাস

 আমাকে তুমি চেয়েছিলে শশী,                  আমি কী তোমাকে চেয়েছিলাম প্রকৃত প্রেমিকের

মতো? অন্ধকারে জোনাকীদের ঝকমকি ভালোবাসা – দিয়েছিলে তুমি,

তুমি নিবেদনকরেছিলে পৃথিবীর শুদ্ধতম প্রণয়।

             তোমার হৃদয়ে ছিল অবিতথ লিপ্সা;

         প্রভাতের শিশিরপূর্ণ গোলাপের মতন

          যার এক একটি পরত খুলতে আমি দেখেছি  । আমার স্মৃতি তোমার কাছে এখনো জীবন্ত

                                      আমার মৃত কেন মনেহয়?

         আমাকে তুমি চেয়েছিলে শশী,

আমি কী তোমাকে চেয়েছিলাম প্রকৃত প্রেমিকের মতো?

আলো-আঁধারি পথে,নির্জনতায়,প্রেমিক-প্রেমিকাদের -মাঝে আজও খুঁজি সে প্রশ্নের উত্তর:

                               পাই না।

হয়ত আমার প্রেম ছিল অসত্য, চোরাবালিতে ঢাকা,

                     তোমার সুগঠিত হৃদয় করেছি ছারখার।

          আমি তোমাকে গভীর কষ্ট দিয়েছি শশী

                 সে কষ্ট একদা আমিও যেন পাই!

                               আমি প্রতারক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *