আমি পুরুষ নদীর মত ভাঙ্গি গড়ি
আমি পুরুষ সরিতে ভাসাই তরী।
আপদ – বিপদ কোন বিষয় নয় আমার কাছে,
শক্ত হাতে মোর সব সহ্য করার সবর আছে।
হোকনা নভ যত ক্ষ্যাপা মেঘে ঘন কালো,
আধার ঠেলে বজ্র বেগে আনবোই আলো।
মেঘের পরে নতুন হাসির ঐ রোদ ফুটাবো,
আলোর বুকে ঘন তিমির ঐ রাত লুকাবো।
আমি পুরুষ দেশ বিদেশে ঘুরে বেড়াবো,
নাবিক হয়ে সায়র ডিঙ্গিয়ে মুক্ত আনবো।
আনবো ঘরে ফসল তুলে মাঠের ঐ বুক ছিড়ে,
বাতাসের আগে আমরা চলি দেখিনাতো পিছন ফিরে।
কবিতা – পুরুষ
ওয়াহিদুজ্জান(সুমন)
তারিখ-২২/০৩/২০২১
ওয়াহিদুজ্জান