পুরুষ তুমি কেমন আছ? – ছন্নছাড়া

পুরুষ তুমি কেমন আছ? জগৎ দেখ উত্তর মাগে-

নারী দেখলেই তোমার রক্তে কেন কেবল পৌরুষ জাগে?

#

পুরুষ তুমি কেমন আছ? তোমার নাকি শক্তি আছে?

তাই বুঝি নারী দেখলে একা, ছুটছ শুধু তারই পিছে।

নারীর দেহ তোমার জিভে বর্বরতার লালা ঝরায়-

স্তন আর যোনীর টানে তোমার পৌরুষ পথ হারায়?

#

একলা নারী দেখতে পেলেই রক্তে জাগে আদিম রোগ,

হামলে পড় দল বেঁধে, সেই নারীদেহ করতে ভোগ।

#

পুরুষ তুমি কেমন আছ? দেখ সবাই কেমন সন্দিহান?

নারীর দেহে জন্ম নিলে, নারীর দুগ্ধ করলে পান।

বয়স যখন বাড়ল তোমার,সেই নারীকেই গেলে ভুলে?

কামের নেশায় ভুললে সবই, তারেই তুমি ছিঁড়ে খেলে।

#

পুরুষ তুমি কেমন আছ?কেমন করে জবাব দেবে?

মা বলে ডাকলে যারে, তার জাতেরেই খুবলে খাবে?

মেয়ে তোমার ঘরেও আছে, কেন ভোলো সেই কথা?

তোমার মত হায়ণা পুরুষ দেয় যদি তারে একই ব্যথা-

সইবে তুমি কেমন করে? কেমন করে বলবে তারে?

পুরুষ আমি, যে দেখলে নারী, এমন করেই হামলে পড়ে।

#

পুরুষ তুমি কেমন আছ? এবার একটু সজাগ হও!

পৌরুষ তোমার জাগুগ দেখি, নারী রক্ষায় ব্রতী হও!

মা মেয়েরা স্বাধীন ভাবে চলুক তবে,নিশ্চিন্ত হোক তারা,

পশুবৃত্তি এবার তবে নিপাত যাক, হোক তারা ভীতিহারা।

#

পুরুষ তুমি কেমন আছ? পুরুষ তুমি থাকবে ভাল।

নারী যদি হয় সুরক্ষিত, তাতেই তোমার হবে ভাল।

নারী মানেই নয় ভোগ্যবস্তু, দাও ফিরিয়ে তার মান,

তবেই তুমি আসল পুরুষ, সেটাই হোক পৌরুষের সম্মান।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *