পুরুষদের ব্যাচেলর সমস্যা দূর করতে আসছে রোবট ‘বউ’

পুরুষদের ব্যাচেলর সমস্যা দূর করতে আসছে রোবট ‘বউ’

সিদ্ধার্থ সিংহ

চিনে মেয়েদের তুলনায় পুরুষের সংখ্যা বেশি হয়ে যাওয়ায় গবেষকরা তৈরি করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই) সম্পন্ন রোবট ‘বউ’।

তাই অনেকেই মনে করছেন, ‘এই ‘এআই ওয়াইফ’ রোবট আসার ফলে ভবিষ্যতে আর আসল কোনও মেয়েকে বিয়ে করার দরকার হবে না।’ তবে রোবটটির নির্মাতা প্রতিষ্ঠানের নাম এখনও জানানো হয়নি।

চিনা গবেষকদের তৈরি এই রোবটের মুখ ও অভিব্যক্তি হবে সত্যিকারের মেয়েদের মতো। এমনকী, তার ত্বকের তাপমাত্রাও হবে সাধারণ মানুষের মতোই। তবে এই ‘এআই ওয়াইফ’ মূলত সেক্স রোবট হলেও ঘরের দৈনন্দিন সব কাজের পাশাপাশি মানুষের সঙ্গে কথাবার্তা বলতেও সক্ষম বলে জানিয়েছেন গবেষকেরা। ভবিষ্যতে ক্রেতার চাহিদা অনুযায়ী তৈরি করা হবে এই রোবট, যার জন্য ক্রেতাদের গুনতে হবে প্রায় ৩ হাজার মার্কিন ডলার, মানে ভারতীয় মুদ্রায় প্রায় সওয়া দু’লাখ টাকা।

বেইজিংয়ে অবস্থিত ক্যাপিটাল নরমাল ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক লি ইউয়ানহুয়া জানান, ‘চিনে মেয়েদের তুলনায় পুরুষের সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ এক-সন্তান নীতি। চিনে বর্তমানে প্রতি ১০০ নারীর জন্য রয়েছে ১০৪.৬৪ জন পুরুষ। এ কারণে অনেক পুরুষই বিয়ে করার জন্য কোনও মেয়েকে খুঁজে পাচ্ছেন না। প্রায় ৬০ লাখ অবিবাহিত পুরুষ সম্মুখিন হচ্ছেন এই সমস্যার।’

পাশাপাশি দেশটির অবিবাহিত পুরুষদের বিয়ের জন্য মেয়ে খুঁজে না পাওয়ার বিষয়ে চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেস জানায়, ‘২০২১ সাল নাগাদ চিনে ২৪ মিলিয়নেরও বেশি সিঙ্গেল পুরুষ থাকবে, যাঁরা বিয়ে করার জন্য মেয়ে পাবেন না। তাঁদের কথা মাথায় রেখেই এই ‘রোবট ওয়াইফ’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তবে অবিবাহিত পুরুষদের সমস্যা সমাধানের জন্য নির্মিত ‘রোবট ওয়াইফ’ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকেই মনে করছেন এই রোবট তৈরির পেছনে চিন সরকারের অসাধু উদ্দেশ্য থাকতে পারে।

এ বিষয়ে চিনা পর্যবেক্ষক গু হে নিজের মতামত জানিয়ে বলেন, ‘এই রোবট একজন মানুষের ঘরের ভেতরের ছবি, ভিডিও, এমনকী, কথোপকথন রেকর্ডও করতে পারে এবং গুপ্তচরের কাজ করতে পারে।’ আবার অনেকের আশঙ্কা, এমন রোবট মানব জাতির বিলুপ্তির কারণও হয়ে উঠতে পারে।

Siddhartha singha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *