পুরানো অভ্যাস

পুরানো অভ্যাস 

— দীপক বেরা

 

চিরকাল আমি সাম্যবাদী —

সাম্যবাদ নিয়ে গালভরা বক্তৃতা দিই 

গরীবগুর্বো প্রান্তিক মানুষেরা খুব খাতির করে। 

বাপ-ঠাকুর্দার আমলের দালানকোঠা বাড়ি 

বৃহৎ পরিসরে থাকা-খাওয়ার পুরানো অভ্যাস 

এই আরাম আয়েশ,.. মন্দ লাগে না! 

বদলানো যায় কি এত সহজে? 

অথচ, কামনা বর্জনে বড় সাধ ছিল আমার! 

 

_______§§_______

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *