হাতে পেয়েছি গতকাল; আধুনিক সব উপমায়
মনে হলো এইতো সবে লেখা!
বারো বছর একশত চুয়াল্লিশ মাস
দিনের হিসেব নাইবা কসলাম
তবু কালের স্বাক্ষী চিঠি।
কখনোই বলেনি, ‘জানিস তোকে ভীষন ভালোবাসি।
বলেনি তুই মাথার বামপাশে সিঁথি করে
ডুবো তেলে চুল ভিজিয়ে স্কুলে আসবিনা;
বলেনি, অমন করে সুরঙ্গভেদী দাঁত কেলিয়ে হাসবিনা!
না না! দুশ্চরিত্রে নয়; দূর্বল মেধায়।
সেই আমাকেই ভালোবেসেছিল, মালতী!
নইলে অমন সুন্দর চাঁদ নিশুতি রাতে উঠবে কেন?