পাশবিক : সুকান্ত মজুমদার

এখনোও কি ক্ষুধার্ত আদিম জঠর

পশু বেষ্টিত গুহার অন্ধকারে

ঘুমোতে শেখেনি?

সে কঠোর অন্ধকার চোখের কাজলের

মত মুছে ফেলতে পারিনি –

সে বর্বরতার হিংস্র প্রলাপ

আধুনিক আধিপত্যেও প্রগতিশীল জীবের

পাশবিক মনে বহমান ঘৃণা হয়েই

কি রয়েগেল কংক্রিটের অরণ্যে? 

ওরা পশু, ওরা বাঁচতে পারে প্রকৃতির

সুশোভিত বুকের সুধামৃতে অবিচল

শুধুই বেঁচে থাকতে চায় তারা, 

পৃথিবীর অগ্রজ হয়েও অরণ্যদেবের

মানব প্রেমে তেমনি পাগল পারা।  

সভ্য হবার তাগিদে বর্বরতার আধিপত্য

ভুলতে পারিনি আমাদের স্বঘোষিত

জীব শ্রেষ্ঠত্বের তকমা,

হয়ত ফেলে এসেছি সে অবুঝ নগ্নতা

রেখেও এসেছি অস্তিত্ব টিকিয়ে

রাখবার তাগিদে প্রতি ক্ষণের উৎকন্ঠা,

শুধু এ উদার চারণভূমির

নিরপেক্ষ মমতায় পশু রয়ে গিয়েছে

সেই চিরন্তন পশুত্যের সরলতায় –

আমি তুমি সব্বাই হয়েছি মহা পরাক্রমী

নিরীহ হত্যার জটিল কুটিল সমন্বিত প্রাণী 

পশুরাও হতবাক মানবের বর্বরতায়। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *