“”” পাথুরে মন “”””
যতটা পথ আমি হেটেছি তোমার পিছু
ততোটা পথ যদি হাটতাম আমি,
কোন পস্তর শিলা কিংবা কোন
কঠিনপদার্থের পিছু, তাহলে হয়তো,
তারাও আমায় ভালোবেসে মনটা
দিয়ে দিত সানন্দে বুক চিরে।
আমি পাথরকে দেখেছি
কতটা কঠিন তার ধর্ম,
আমি মরুভূমি দেখেছি
কতটা দাহ তার জীবন!
কিন্তু ; সব কিছু পেড়িয়ে
সীমারেখা ছাড়িয়ে,
তুমি পৌচেছ সর্বোচ্চ শৃঙ্গে,
যেথায় পাথর আর মরুভূমিকেও
হার মানিয়েছে তোমার
সুকঠিন পাষাণ মন।
আমি দেখেছি পাহাড়ের ভালোবাসায়
পাথরও ধর্ম ছেড়ে বিলিয়েছে,
ভালোবাসা ঝর্ণা ধারায় !
বৃষ্টির তরে দেখেছি আমি
মাটির বুক ফাঁটা কন্না,
শুধু দেখিনি এত ভালোবেসেও তোমায়
আমার তরে কোন ভাবনা।
সব কিছুকে তুমি পরাজিত করেছ
ভাঙ্গতে পারিনি তব পাষাণ হিয়ার ভীত !
আমিও পরাজয়ের মালা নিয়েছি গলে,
বেলা শেষে হয়ে গেল,
সেই তোমারই জিত।
এম.জাকারিয়া আহমেদ