#পাথরের বুকে কবিতা
#প্রদ্যোৎ কাঞ্জিলাল
#১৮/১২/২০২১
*******************************
পাথরের বুকে উৎকীর্ণ শিলালিপি বলে ইতিহাস
সময়ের স্রোতে জলের স্মৃতিচিহ্ন তটরেখা
কালের প্রবহমান সময়ে উত্তীর্ণ জীবনবোধ
তবু ইতিহাস জীবন্ত দলিল পাথরের বুকে।
ঝরনা কবিতা হয়ে ঝরে পড়ে ভাবনার তরঙ্গে
পাথরের বুকে শতাব্দীর পদচারণা কবিতার অনুষঙ্গে
ছুঁয়ে ছুঁয়ে চলে যাওয়া সময়ের স্রোতে ভাসা
দিনান্তে শেষে মুখরিত দিন অবসানে।
ইতিহাস তুমি নির্বাক নও; তোমার স্পর্শ সচেতন মানবতার জীবন্ত প্রকাশ
কালের প্রবাহে আনাচে-কানাচে পাথর কত কথা বলে
হাতছানি দিয়ে সময়ের অমোঘ টানে এড়ানো তাকে দুর্নিবার।
বিবর্তনের ইতিহাস পুরাতন প্রস্তর যুগ থেকে নব্য প্রস্তর যুগ
পাথরের গায়ে উৎকীর্ণ অজন্তা গুহাচিত্র
আলতামিরা গুহাচিত্র স্পর্শ করে পাথরের বুকে মানব সভ্যতার প্রথম পদক্ষেপে।
পাথরে পাথরে ঘর্ষণে আগুনের আবিষ্কার
লেখা আছে পাথরের গায়ে আরো না জানা কত তথ্য
তবুও বলে ওঠা সগর্বে পাথরের গায়ে ইতিহাস লেখা আছে।
পাথরের বুকে সৃষ্টির জীবন্ত কবিতা আজ লেখা হয়
সভ্যতার বিকাশে এগিয়ে যাওয়া অবাক বিস্ময়
পাথর আজও কথা বলে ইতিহাস তার সাক্ষী
জীবন্ত দলিল হয়ে ওঠে পাথরে কবিতা লেখা থাক।
- সমাপ্ত