শিরোনাম – পাথরের কান্না
কলমে – ছন্নছাড়া
তারিখ – 11/12/21
তোমরা কখনও কি পাথরের কান্না দেখেছ?
শুনেছ কি তার বুক ফাটা আর্তনাদ?
হয়ত দেখেছ,মনে নেই!
কাছ থেকে শুনেছও কখনও কখনও,
তবে হয়ত বুঝতে পারো নি!
তোমরা তো কখনও কারো কান্না দেখে,
তার কারণটাও জানতে চেষ্টা করো না!
তোমরা তো অন্যকে কাঁদতে দেখে,
তার মাঝে খুঁজে পেতে চাও নিজেদের আনন্দ!
সমবেদনা জানানোর পরিবর্তে,
খুঁজে পেতে চাও তাকে বিব্রত করার সুযোগ!
তাই কখনও পাথরের কান্নাও শুনতে পাও নি আগে,
কেবল ভেবেছ তাকে নিজেদের আনন্দ বিনোদনের মাধ্যম।
যদি কখনও সুযোগ পাও,
নিছক আনন্দ পাওয়ার পরিবর্তে,
মনটাকে নতুন করে জাগিয়ে নিয়ে,
একটু সময় নিয়ে গিয়ে দাঁড়িয়ে থেকো,
পাহাড়ের বুক চিরে নেমে আসা ঐ ঝরণার সামনে!
দেখো, শুনতে পাবে পাথরের বুক চাপা কান্না,
ছলাৎ ছলাৎ শব্দে ঝরে পড়ছে
তার অশ্রুবিন্দু, তীব্র গতিতে!
তোমরাও শুনতে পাবে তার বুকে জমে থাকা
আর্তনাদের করুণ ক্রন্দন রব।
দেখো, সেদিন সেখানে আনন্দ পাওয়ার পরিবর্তে,
তোমাদের চোখের কোণটাও চিকচিক করছে
মনের গভীর অন্তঃস্হল থেকে উঠে আসা কান্নায়!
——@——
# স্বত্ব সংরক্ষিত।