সূর্য দেখিনি বহুদিন,দেখিনি আকাশের নীল-
উনুন জ্বলেনি বহুদিন,পাতে পাইনি গরমভাত
পরিযায়ী হাড়ে আজ পড়ে কালশিটে দাগ…
হাড়ভাঙ্গা খেটে কাটে বিনিদ্র রাত।
হঠাৎ সংকট আসে,নিষেধের বিধি হয় জারি-
পড়ে থাকে ঘর সংসার,চোখে শুধু দু:খ-জল,
মরণের সাথে শুধু লড়া,বেচেঁ থাকা দু:সহ দায়
মূল্যহীন আজ দেখ শ্রম,পায়না কষ্টের ফল।
বেঘোরে জীবন্ত লাশ,পাশে পড়ে,রক্ত রুটি-
আমরা আজ গৃহহীন বাবুদের ঘরভরা সুখ,
রুটি রুজি সব হয় শেষ,দেশে তবু এত বিদ্বেষ
বিপদে সংকটে কেউ আসেনা মানবিক মুখ।
রঙ্গ-রাজনীতি পাশে,পরিযায়ী তকমা সাঁটে
ভাইরাস মহামারী অবশেষে একদিন যাবে;
রক্তে সংগ্রাম জারি,প্রতিরোধ প্রস্তুতি শুরু…
বঞ্চিত পরিযায়ী শ্রম সঠিক জনাদেশ পাবে।
