পরিযায়ী যিশু : মুহাম্মদ সাহিন

মা …, মা …, ওওও … মা … 

আমি যিশু 

তোর কোলের খুব আদরের 

দু’বছরের শিশু। 

কখন থেকে আঁচল ধরে দিচ্ছি মাগো টান,

না উঠে মা করছিস কেন ঘুমিয়ে থাকার ভান? 

এখন আমি খেলবো না। 

লুকোচুরি খেলবো না। 

আমার বুঝি ক্ষিদে পায়না?

অন্যকিছু চাইনিতো মা

তোর বুকের দুই ফোঁটা দুধ

এ-ই টুকুনি বায়না।

তা-ও কি মা দিবি না?

কোলের কাছে নিবি না?

পেটে মাগো ভীষণ ক্ষুধা জ্বলে!

ছোট্ট যিশু ছোট্ট শিশু আমি 

নীরব হয়ে পাসান হয়ে আছিস 

মুখ ফুটে মা কিছু পাইনা বলতে বলে?

এবার আমি কান্না জুড়ে দেবো

আর খাবনা অভিমানে, 

এখনও কি উঠবি না মা?

ভাঙাবি না যিশুর মান

খাওয়াবি না আমায় গানে গানে।

আমার খুব ভয় করছে মা, কথা বল … 

আজকে মা কি হলো তোর? 

কি ধরলি ছল?!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *