একটু একটু করে মরে যাচ্ছে তাপহরা আশা
জলের স্বপ্নে দেখা যায় নবোঢ়া ভার্চুয়াল ঢেউ,
ভ্রমান্ধ নি:সঙ্গ রাত মাতালের মত ডাকছে…
পরিবর্তনের টিকটক শব্দ ক্রমশ স্পষ্ট হচ্ছে।
সময় কেমন বুড়ো ঘোড়ার মত
শক্তিহীন হয়ে পড়ছে,প্রসাদহীন
পরিচিত জনেরা যেন নববধূর
মত ঘোমটায় ঢেকেছে মুখ।
আত্মজনেরা চোখ রাঙিয়ে বলছে-
কাছে এলে মেরে দেব,একদম চুপ!
ভোরের সকালে নগরকীর্তন শোনার
পরিবর্তে দেখা যায় অনলাইন ভজন।
পাখির চোখ নিয়ে উৎসাহী হৃদয় সব
আলেয়া চোরবালি থেকে উঠতে মরিয়া,
কানের কাছে বঞ্চনার কাঁসর পেটানো
আওয়াজ,হাওয়ায় ভাসছে নটিনি প্রেম।
হার্টবিট দ্রুত ওঠানামা করছে,মনের
পাতাগুলো রঙ পাল্টানোর অপেক্ষায়-
পাতা ঝরা গান শুনবে বলে সবাই কেমন
নাটক থেকে আস্তে আস্তে মুখ ফেরাচ্ছে।