পরাজয়ের সুখ
—- ছন্নছাড়া।
তুমি শুধু চেয়েছ জিততে,
পাওনি কভু হারিবার সুখ,
হারার মাঝেও আছে জয়
আনন্দেতে তখনও ভরে বুক।
কাকে হারালে ? ভেবে দেখো একবার!
কখনও কখনও তো আত্মসমীক্ষারও দরকার!
অন্ধ মোহের বশে যাকে হারাতে চাও,
ভেবে দেখো হারিয়ে তাকে নিজে কি পাও?
তোমার কাছে যে বারে বারে হারে,
সে কি কভু পারে না হারাতে তোমারে?
সত্যিই সে কেন বারবার হেরে যেতে যায়?
বুঝবে যেদিন, ভেবে দেখো কি হারিয়েছ হায়!
তোমার জয়ে যে সবচেয়ে বেশী খুশি হয়,
চাওনি কখনও বুঝতে তাকে, কেন সে মানে পরাজয় ?
তার কাছে তোমার কাছে হেরে যাওয়া কত সুখকর!
বুঝতে যদি, হেরে যেত তোমার বিজয় অহংকার ।
চিরদিন এভাবেই অবুঝ থেকো, উড়াও বিজয় নিশান,
সত্য বুঝলে তো হেরে যাবে তোমার অভিমান!
চায় না সে কভু তোমারে পরাজিত দেখতে,
বারে বারে তাই সে চায় ইচ্ছা করে হারতে।
-----@@@@@------
ছন্নছাড়া