
‘মা’ দিবসে সকল ‘মা’কে শ্রদ্ধা নিবেদন
চিরআপন মা- জননী,তোমার কি পর হই?
তোমার শিক্ষা, দীক্ষা নিয়ে আমরা বেঁচে রই।
শরীর রূপে নেই যদিও,আদর্শতে বাঁচো,
পারিবারিক সুখে,দুখে সারাটিক্ষণ আছো।
সমস্যাতে পড়ি যখন
তোমার কথা ভাবি তখন
ওমনি এসে বুদ্ধি দিয়ে যাও সমাধান ক’য়ে,
তোমার সুখের পরশ পেয়ে যাচ্ছে জীবন বয়ে।

ঘুমের দেশে একদিন -সবিতা কুইরী
একদিন গভীর রাতে
যাচ্ছি কোথাও দুরে
পক্ষীরাজের পিঠে চড়ে
যখন উড়ে উড়ে ।
নানারকম দৃশ্য আমি
দেখছি পথের পরে
মানুষেরা দাঁড়িয়ে সারি
গাছগুলো সব ঘরে।
রান্না করে গাছের পাতা
ফুল ধরেছে গান
চারা গুলো নৃত্য করে
আনন্দে খান খান।
ঝাঁকড়া মাথার মানুষ গুলোর
রঙবেরঙের চুলে
প্রজাপতি লুটছে মধু
যেমন রঙিন ফুলে।
বাঘ গুলো সব মানুষ ঘেঁষা
খাচ্ছে গাছের পাতা
ছাগল ছানা খুঁজছে মানুষ
মুড়িয়ে খেতে মাথা ।
আজগুবি সব দৃশ্য দেখে
হচ্ছি আমি অবাক
সব মানুষই বোবা সেথা
গাছেরা সব সবাক।
ঘাস গুলো সব পিঁপড়ে কিনা
দেখতে নামি নীচে
ছাগল হরিণ খেতে মাথা
ছুটল আমার পিছে ।
বাঁচাও মুখে আসছে না আর
হারিয়ে গেছে ভাষা
ভীষণ ভয়ে জেগে উঠি
স্বপ্ন ছিল খাসা।