পথের সন্ধানে
পথে বেড়িয়ে ছিলাম
পথ দেখাব বলে
তোমার হাত ধরে।
#
অনেক অনেক পথ হেঁটেছি
পাহাড়ী নদী গ্রাম ধরে
আরো অনেক অনেক দূরে——
কৃষকের হাতে কাস্তে দেখেছি,
পাহাড়ের সরু পথ বেয়ে
ফসলের ঝুড়ি মাথায় কৃষক বধূ।
চা বাগানে মেয়েরা পাতা তুলছে
গুন গুন সুরে ভ্রমরের গুঞ্জন ধ্বনিতে।
#
হাতে হাত রেখে দেখেছি ভোরের সূর্য
চোখে চোখ রেখে ধরে রেখেছি
বেলা শেষে র গান,
পাখির কলতানে মুখরিত আকাশ বাতাস।
#
আবারও
পথ হেঁটেছি মাঠে প্রান্তরে
হাতুড়ির আঘাতে পাথর ভাঙার গান,
রোদ ঝলমল করা দিনে।
পথ বুঝি আরো আছে ? আরো পথ !
ক্লান্ত হওনি তুমি
শুধু নদীর কল্যানের মতো
চাঁদের নীল আভায়
জ্যোৎস্না র স্বরলিপি গান হয়ে এলো
তোমার মুখে,
এই পথ ধরে ই এক দিন
তোমার বাড়ি নিয়ে যাবে
আমাকে ? ।।