দূরে কোথাও ইচ্ছে হলে
নেইকো বাধা যেতে।
জাগিয়ে রাখ ইচ্ছেটিকে
মনের ছাকনিতে।
ছুটবে চাকা আপন তালে
ঘর ঘর ঘর শুধু
যেমন করে পঙ্গপালে
খেত করে দেয় ধূ ধূ,
কষ্টে সৃষ্টে কেউ না কেউ
কঠিন কষ্ট করে,
পৌঁছবে যায় একদিন সেই
না পৌঁছানোর দোরে।
যত কিছু বাধার মুখ
সব যাবে যে চলে,
ঘোরা ফেরার ইচ্ছেটাকে
বাঁধ মনের খেয়ালে ।