এখানে নিরাপদ বলে কেউ নেই
নিরাপদ বলে কিছু নেই
স্বয়ং দেব-শিল্পীও লখিন্দরের জন্য
গড়তে পারেননি নিঃশ্ছিদ্র নিরাপত্তা…
বস্তুত আমরা আত্মতুষ্টির কবিতা পড়ছি
আমরা আত্মতুষ্টির কবিতা শুনছি
ভেতরে জমি বাড়াচ্ছে নাভিশ্বাস
আমাদের ঠিকানা এখন আক্রান্ত সময়…
বলি, এখনো কী হয়নি সময় উদয়ের ?
না হয় আমাদের প্ল্যানচেটে একদিন এসো
তে-পায়ার ইঙ্গিতে রেখে যেও
কয়েকটা স্বস্তিকথা…।