নৈসর্গিক – সৌম্য ঘোষ

শব্দমিছিলের  ভীড়ে

নির্জন পূণ্য ছুঁয়ে হেঁটে চলেছি–

সমাধিস্ত বনভূমির পথে পথে

অপরূপের দিকে । গভীরতর স্তব্ধতায় ।

বনান্তে লুপ্ত হয় পথরেখা ……

আকাশের নীচে এসে দাঁড়াই ……

দেখলাম ——–  তোমার অন্তহীনতা ।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *