শব্দমিছিলের ভীড়ে
নির্জন পূণ্য ছুঁয়ে হেঁটে চলেছি–
সমাধিস্ত বনভূমির পথে পথে
অপরূপের দিকে । গভীরতর স্তব্ধতায় ।
বনান্তে লুপ্ত হয় পথরেখা ……
আকাশের নীচে এসে দাঁড়াই ……
দেখলাম ——– তোমার অন্তহীনতা ।।
লেখার স্পর্শে - লেখক - সমালোচক - পাঠক
লেখার স্পর্শে - লেখক - সমালোচক - পাঠক
শব্দমিছিলের ভীড়ে
নির্জন পূণ্য ছুঁয়ে হেঁটে চলেছি–
সমাধিস্ত বনভূমির পথে পথে
অপরূপের দিকে । গভীরতর স্তব্ধতায় ।
বনান্তে লুপ্ত হয় পথরেখা ……
আকাশের নীচে এসে দাঁড়াই ……
দেখলাম ——– তোমার অন্তহীনতা ।।