#নিশুতি #রাতের #অতিথি
ওহে! উত্তরের হিমেল হাওয়া আজ আর তোমার দাপটে আমাকে জাগিয়ে তুলোনা।এই নিস্তব্ধ পৌষের রাতের প্রগাঢ় অন্ধকারে আমি ঘুমের কাছে যেতে চাই,কারণ একজন আসার কথা আছে। সে আবার ঘুমের কাছে না গেলে আসেনা। সে হলো আমাদের সকলের সান্তা দাদু।যখন ঘুমের অতলে তলিয়ে যাব তখনই সান্তা দাদু এই নিকষ কালো অন্ধকারের মধ্যে দিয়ে তার মস্ত একটা ঢাউস ঝুলি নিয়ে এবং নিজের আপাদমস্তক লাল রঙে মুড়ে পা টিপে টিপে অতি সন্তর্পণে আসবে,ঐ যে বাইরের ঘরে যে লাল মোজাটা রাখা আছে তাতে হয়তো রেখে যাবে আমার বহু আকাঙ্ক্ষিত কিছুর মধ্যে একটা কিছু,অথবা অনাকাঙ্ক্ষিত কিছু, হয়তো বা আমার কাঙ্ক্ষিত কিছুর বাইরে আলাদা অন্যকিছু!!
© প্রিয়াঙ্কা ঘোষ ✍️🍁