মরা নদীর বাঁকে ছেলেটি ঘুমিয়ে আছে
কেউ ডেকো না,ঘুম ভেঙে যাবে,ডাকলে
সে জেনে যাবে,অন্ধকারে কারা কি জন্য
জড় হয়,দেখে ফেলবে কিভাবে রক্ত ঝরে।
ছেলেটি ঘুমিয়ে আছে,কারণ সে বুঝে গেছে
ঝড়,বৃষ্টি যতই আসুক তাতে তার কিছু যায়
আসে না;পৃথিবীর সব বৃষ্টি সব ঝড়ের গতি
তার চেনা,ওকে ডেকো না প্লাবন বয়ে যাবে।
ছেলেটির কোন শত্রু নেই মিত্র নেই অর্বাচীন
ভালোবাসা মানে অসময়ের ঝড়,ভালোবাসা
মানে বেঁচে থাকার অঙ্গীকার,ভালোবাসা হলে
শান্তি অথবা সুখের বিবর্তন বা বিষের ছোবল!
ছেলেটির ঘুম ভাঙে,রাত শেষ হয়,ঝরা ফুল উড়ে
আসে ভোরের সূর্যের সাথে,আকশে পাখির গান,
মানুষের সব ভাষা,সব কথার মালা গেঁথে ফুলপরী
আসে,স্নিগ্ধ হৃদয়-উৎসবে তাই নির্ঘুম জীবনের সুর।
মহীতোষ গায়েন