[post-views]
[printfriendly]
মনের গুমোট কথাগুলো আসন্ন সন্ধ্যায়
হাত মিলিয়ে রাত্রি আঁকে,
খুব চেনা মুখশ্রী অচেনা হয়
অন্ধকার দেহে ভ্রুকুটির প্রলোভিত
সত্তায় ভালোলাগা গুমরে ওঠে –
তাঁর দেহাংশে বাতাস হয়ে
ছুঁয়ে যাওয়া মন হয় দ্বিধান্বিত খন্ডিত।
সুখ অসুখের ঘোরে শান্তিরা
দৃষ্টির অগোচরে অশান্তির ফুল হয়
কেতকি, চামেলি শিউলি পরিচয়ে
ঝরে যায় আত্মমগ্ন নদী প্রবাহে,
টুকরো প্রত্যাশার অদেখা মেঘ
তেমনি বন্ধুর মতন ঝরবার তাড়নায়
দুচোখের বারান্দায় ভারী হয়ে ওঠে।
শরীর মনের সবকটি ভাষা
অর্থহীন প্রলাপে নিঝুম রাত
উন্নাসিক উপহাসে এক
নামাঙ্কিত পৃষ্ঠায় আনমনে আঁচড় হানে
স্বপ্নাতুর লালির কালিতে –
প্রতিক্ষণের আত্মদাহ ধোঁয়াহীন
অক্ষরে অক্ষরে একি নাম জপে,
অলিখিত লেখনের ভেতরে কোন
এক পরিচ্ছেদ নিভৃতে কবিতার মত
পাখা মেলে নিরপেক্ষ যন্ত্রণা রূপে।