নিঃস্ব
কলমে: রবিউল ইসলাম জিবলু
শরীর তোকে শর্তহীন দিয়েই দিলাম,
যা ইচ্ছা তাই কর,
ঘরে তুলে রাখ বা মসলা বাটে খা
আমার কিছু যায় আসে না তাতে, কি বা আছে আমার!
যেদিন থেকে মন নিয়ে ছিলি তুই,সেদিন থেকে আর নেই কিছু!
তোকে আমার সব কিছু দিয়ে থুয়ে আজ আমি জিন্দা মরা।
আমার থেকেও কিছু নেই।
আমি তোর হাতের মুঠোয়,
আমি তোর মনের ধুলোয়!
গায়ে, পায়ে,হাতে নেই
শক্তি,সবই তো তোর দরে!
শরীর টা ক্ষত বিক্ষত করলেও,
আমার কোন ক্ষতি নেই,
এখন তো তোর শরীর!
মনটা যদি নষ্ট করে, শেয়াল কেও খাওয়াস তাতেও কোন দুঃখ নেই,
ও মন ফেরত নিয়ে কি করবো, কোথায় যাবো।
না না ও মন আর ফেরত নিবো না!
মন তো আমাকে চিনে না, চিনে তো তোকে,তোকেই ভালোবাসে, হ্যাঁ তোকেই ভালোবাসো।
১৭-১-২০২১
৯:২৫ PM
রবিউল ইসলাম জিবলু