কেউ ভাগ্য বিশ্বাস করে , কেউ করে না , দুই পক্ষই অসুবিধার জন্য নিজ নিজ বিশ্বাসকে ভাগ করে নিয়েছে , তার মধ্যে যাঁরা ব্যতিক্রম তাঁরা কর্ম এবং অকর্মকে শ্রেষ্ঠ মনে করে ।
একজন সফল মানুষ মেধার বলে সব রহস্য ঢেকে চলে , অন্যদিকে ব্যর্থ মানুষ রহস্যকে ব্যবহার করে আনন্দ খোঁজে ।
চিন্তার নিজস্ব কোনো গতি নেই , কিন্তু গতিময় চিন্তা স্থির লক্ষ্যে ছোটে ।
আগুনের শিখা গুনে রাখা যায় না , যেমন সমুদ্রের ঢেউ , হিসেবী মানুষ আগুন আর ঢেউ এর ব্যাখ্যায় জীবন ধারণ করে ।
অচেনা মনের ওষুধ হল আনন্দ , কিন্তু আনন্দ কখনো অচেনা হয় না ।
সবার লক্ষ্য এক নয় , কেউ লক্ষ্য এর জন্য স্থির , কেই বা অস্থির লক্ষ্যকে স্থির করার জন্য ।
কারুর গল্প শুনতে ভালো লাগে ,কারুর গল্প মনে রাখতে ভালো লাগে , যতক্ষণ না সেখানে নিজের গল্প মেশানো যায় ।
কথা আর থুতু এক জিনিস নয় ,কিন্তু ফেলার জন্য সঠিক পাত্রের প্রয়োজন ।
যে মেশাতে পারে – সে মেলাতেও পারে , তবে ফলাফলের চাপ বড়ো কঠিন । কিছু ক্ষেত্রে অন্দাজ আর কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা নিয়মের ছক উপলব্ধি করার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে । সহজ ভাবনার বিকল্প এর পথ – তাই সুর্দীঘ হোক ।
কল্পনা এবং বিকল্প আস্থা একসঙ্গে কাজ করতে পারে না । একটা সিঁড়ির দুটো মুখ – স্বভাবের গুন সবকিছু আচারের দোহাই দেয় ।
মন দখল করার কৌশল ছড়াচ্ছে আগুনের মত , তাই বেদখল মনের মূল্য বাড়ছে ক্রমশঃ ।
Internet বলছে – আমি সব জানি , বলো কি জানতে চাও , Mobile বলছে ভয় কি আমি তো তোমার বুক-পকেটে আছি , সে কারণে হয়তো সন্ধ্যেবেলায় বাঁশবাগানের আড়াল থেকে তোমাকে আর কোনো ভূত তাড়া করে না ।
চেনা মানুষ ভালো কথা শুনতে চায় না , অচেনা মানুষ খারাপ কথা শুনতে চায় না ।
তাদের বন্ধুত্ব দীর্ঘ দিনের , যেখানে যায় একসঙ্গে থাকে , অবাক হয় সবাই এই কথাটা শুনে যে তাদের নাকি মৃত্যু পর্যন্ত একই সময় ঘটে । সেই দুই বন্ধুর নাম সবার জানা , একজন – বই , অন্যজন র্ধৈয্য ।
ভালোবাসা বিদ্যুতের মতন । বেশী ব্যবহার করলে মাসুল দিতে হয় ।
প্রশ্ন – উত্তর
হে মহানুভব …..
আমি সবার সঙ্গে মিলে মিশে থাকতে পারি না কেন ?
বৎস , আপনার শোনার ক্ষমতা কম ।
পথে ঘাটে চলতে চলতে হোঁচট খাই কেন ?
দেখার অনুপাত বেশী ।
রাতে ঘুম হয় না কেন ?
মাথার সব চলন্ত অনুষ্ঠান বন্ধ করার কথা ভাবা উচিৎ । অথবা মাথার ও এস (OS) কে Restart করে নিতে হবে অবিলম্বে ।
আমার মনের মধ্যে মহান ভাব তাড়া করে কেন ?
বৎস, ষাঁড় এবং ভূত এই দুই বিরল প্রানীর জীবন দর্শন নিয়ে ভাববার চেষ্টা করো ।
ক্ষমতা কি ?
তুমি জন্মেছো এই বিষয়টা ভোগ করার জন্য , মৃত্যুর ঠিক আগে এই প্রকৃতি যখন তোমার ক্ষমতা কেড়ে নেবে তখন সব কিছু হাতের কাছে থাকলেও – কোনো কিছুই নাগালে পাবে না ।
সরলতা কি ?
সরলতা সস্তা একটা ব্র্যান্ড , যে কেউ ব্যবহার করতে পারেন , কোনো সাইড এফেক্ট নেই । শুধুমাত্র এক্সপ্যরি ডেটটা দেখে নেবেন ।
ভদ্রতা কি ?
ভদ্রতা এক ধরনের যাদুবিদ্যা , যা সময় , পরিস্থিতি এবং আগুন দেখে পাল্টে পাল্টে যায় । তবে আদ্র জলবায়ুতে ভদ্রতার ফলন অতি মাত্রায় দেখা যায় ।