নারী বন্দনা – বিজন মণ্ডল

আজও সমাজে নারীরা অবহেলিত, নিপীড়িত ।

#

কিন্তু নারী,

যুগে যুগে নানা রূপে নিয়েছে অবতার ।

কখনো কন্যা রূপে ঐশ্বর্যময়ী লক্ষ্মী ।

আবার কখনো , ভগিনী রূপে যমকে দিয়েছে বিদায় ।

বুক ভরা স্নেহ দিয়েছে তার মাতৃ স্বরূপে ।

#

নারী সেই,

যে সীতা রূপে সতীত্বে করেছে অগ্নিকে পরাজয় ।

আর মোহিনী রূপে কালকে করেছে পরাভূত ।

কালে কালে সৃষ্টিরা যখনই হবে পাপময় ,

দুর্গা রূপে পাপীকে করবে পদানত ।

#

আজ থেকে সেই নারী শক্তি, দেবী রূপে পূজিত হবে….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *