আমরা নারী, আমরাই সবতো সইতে পারি।
আছে তাদের অনেক সহ্যক্ষমতা,
যাদেরকে টেক্কা দেওয়া নয় কারো কম্মতা।
নারী, তাদের অনেক অনেক ধৈয্যশক্তি,
তাঁরা পাড় করে শত বাঁধা বিপত্তি।
নারী, তারাই তো সৃষ্টির মূল রসদ,
না থাকলে নষ্ট যে প্রকৃতির সকল সম্পদ।
সেই প্রকৃতি সেই পৃথিবী,
সেই আবার সব্বো কম্মের শক্তি।
দূগা, কালী, লক্ষী, স্বরসতী তাঁরা তো মনের ভক্তি।
যাদের নাম জপে কাটে দুভোগ, দুযোগ, হয় যে সদগতি,
নারী পারে না এমন কোনো কিছু।
তাঁরা চলে সম্মুখে বাকী সব রয়ে যায় পিছু।
সমাজের যত নিয়মে বাঁধা আছে তাঁদের জীবন।
বাঁধাই আটকা পড়ে দেহ ও মন,
পড়াশুনা, ব্যবসা, চাকরী নেই তো তারা পিছিয়ে।
সময়ের সাথে তাল মিলিয়ে নারীরাও এখন এগিয়ে।
আমরা নারী,
সব কিছুই সইতে আমরা পারি