নাবিক কম্পাস জানে

আবেগ ঢেকে রাখো  // সুপ্রতীম ওঝা

 

শব্দ তোমার প্রতিধ্বনি
  দেওয়াল আড়ি পাতে,
আলো তোমার ছায়ার-ছবি

  মেঘলা এই রাতে..

আবেগের প্রতিধ্বনি

  পাহাড় দেবে জানি,
আমার তো শব্দ নেই
  ধারকরে তবে আনি..
তোমার ঐ উত্তর
 নাবিক কম্পাস জানে,
শত তারার মাঝেও
 ধ্রুবতারা কেই মানে..
যখন আমি পাহাড়বাসী
 সাগরকে কথা পাই,
নিত্য বুকে জোয়ার আসে
 বৈঠা কেটে যায়..
প্রতিটি পাহাড় জন্ম নেয়
 আবেগের করা ঘাতে,
হিমালয়ও জন্মেছিল
  টেথিসের প্রতিবাদে..
দোয়াত আজ কালি মেখে
 রঙিন ছন্দ আঁক,
পাহাড় , কেন মেজাজ দিয়ে
 আবেগ ঢেকে রাখো ??..

 

 

 

 

 

 

.

 

 

নিজে নিজে  //  মাধব মন্ডল

 

 

আমি সুযোগ পেলেই

 

ঢুকে থাকি,ভালই থাকি

 

শরীর নিয়ে না-লজ্জা সময়ে।

 

 

এ আমার একান্ত আমারই

 

চাঁপার কলির মত আমার আঙুল দেখি

 

অকারণ লজ্জা সময় ঢোকে না।

 

 

আমি একা থাকলে

 

না-মাজা দাঁত নিয়ে থাকি

 

বাঘ কি দাঁত মাজে?

 

 

একা থাকলেই গুহা মানুষ আমি

 

বাথরুমের মেঝেতে দেখি তাদের

 

এবং দেওয়াল জোড়া তাদের গুহাচিত্র।

 

 

এখন ওদেরকে খুব দরকার আমার

 

ওদের কাছাকাছি থাকি তাই

 

খুবই কাছাকাছি।

 

 

কোন এক তাজ্জব সকালে

 

আগুনের মত একটা কিছু হয়তো

 

আবিষ্কার দেখে ফেলতে পারি।

 

 

 

.

 

 

পিড়িং পিড়িং – ২৫  // মাধব মন্ডল

 

 

দোচুন দোচুন দোচকানি

 

দোচুনের লাগে ভোচকানি।

 

 

রোজ চাই তোর ফার্স্ট ফুড

 

নইলে হবেই অফ মুড?

 

 

চলরে দোচুন বাজার যাই

 

হরিমটর ভাজা খাই।

 

 

একবেলা খা এই খাবার

 

এক্সট্রা ওজন হবে সাবাড়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *