নকশি কাঁথা

#নকশী কাঁথার ব্যথা
#প্রদ্যোৎ কাঞ্জিলাল
******************
মায়া মাখানো প্রান্তিক মানুষের জীবন বেদ
হৃদয়ের পরশে লালিত সৃষ্টি নকশি কাঁথা
ছান্দিক বুননে মুগ্ধতা; নান্দনিক সৃজন ঝরা পালকের মতো মাটিতে পড়ে থাকা স্বপ্ন।

দুঃখের স্রোত, স্মৃতির রোদ সংগ্রামী চেতনা আমরণ
বিকিয়ে যায় অতৃপ্ত বাসনা স্বপ্নের সীমানা ছাড়িয়ে
বেঁচে থাকা বোধ সূচ ফোটানোর যন্ত্রণা
নিজেকে খুঁজে পাই অযাচিত কল্পনায়।

দরদী আঙ্গুলের ছোঁয়ায় কাব্যময় নকশি কাঁথা, স্বপ্নবুনন এর কারিগর
গ্রাম বাংলার প্রান্তিক রমণীগণ কথা বুনে অসাধারণ, আবেগে মেশে ভালোবাসা।

সুন্দর সুন্দর নকশী কাঁথা বুনে যারা
স্বপ্নগুলো তাদের ব্যবসায়ী
গায়ে কাঁথা দেয় যারা তাদের স্বপ্ন কাল্পনিক
বিকিয়ে যায় ভালোবাসার ছোঁয়া হাটে বাজারে।

গ্রাম বাংলার রমণীগণ সূক্ষ্ম সূচিকর্মে ফুটিয়ে তোলেন কল্পনা
উষ্ণ আবেগে কল্পনায় ভেসে সেও চায় নকশীকাঁথার উষ্ণতা অনুভব করুক তার একান্ত প্রেমিক
তবুও কারণ অন্নসংস্থান ভালোবাসার অনুভূতি যায় চলে।

কাঁথা মুড়ে শুয়ে কবি একান্ত নিভৃতে নকশি কাঁথা ব্যথা নিয়ে চলে
দরদী আঙ্গুলের ছোঁয়ায় কাব্যময় নকশি কাঁথা
স্বপ্নগুলো আপন আবর্তে ডানা মেলে ওড়ে
কাঁথার ভাজে ভাজে লুকিয়ে থাকে স্বপ্ন।

______সমাপ্ত______

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *