সর্বজনে কহিনু মোরা,
ধৈর্য রাখিও শান্ত মনে,
ধৈর্য যে কি বিষম বস্তু,
যে রাখে,সেই তা জানে।
হস্তে তাহা নয় ধারণযোগ্য,
থাকেও না সে বাহুডোরে,
নিজগুণে বন্ধ রাখিও
শক্ত আঁটুনি বন্ধ মনের ঘরে।
মনের ঘরে তবুও থাকে
কোথাও খোলা জানালা,
তাহা দিয়া কেমনে সে যে
কহে খালি ‘পালারে পালা’।
তবুও কেহ মনের জোরে
আটকাতে তারে পারে,
সেই তো হয় বীর মহীয়ান
বিপদভরা এ সংসারে।