ধীরে বন্ধু

#ধীরে_বন্ধু
#শম্পা_সাহা

ভালোবাসা আর বিয়েটা যেন সমার্থক!
এর ভয়ে একদিন হয়তো মানুষ ভালোবাসতে ভুলে যাবে!
ভাববে ওটা একটা ফাঁদ আজীবন কারাবাসের!

তাই প্রেমে পড়েই বিয়ে বিয়ে করবেন না, একটু ধৈর্য ধরে দেখুন মানুষটার সঙ্গে কতোটা আপনি সহজ।
দুজন দুজন কে কতোটা বোঝেন, সামলাতে পারেন একে অপরকে। কতোটা দুজনের দোষ ত্রুটি মানতে পারবেন।

বিয়েটা পালিয়ে যাচ্ছে না। আগে সম্পর্কটা কে সময় দিন। যদি সঙ্গী বা সঙ্গীনীকে পালিয়ে যাবার ভয়ে হুড়মুড় করে বিয়ে করতে চান, যে পালানোর সে তো পালাবেই । মাঝখান থেকে আপনি একটা পার্মানেন্ট ক্ষত পেয়ে যেতে পারেন। যা হয়তো আপনাকে সারা জীবন জ্বালাবে।

ব্রেক আপ তো শয়ে শয়ে হয়, ক জন মনে রাখে? বরং বেটার কাউকে পেলে সেটা একটা ভাল অপরচুনিটি। আর এ সম্পর্ক থেকে বেরিয়ে আসাও সহজ।

কিন্তু একবার বিয়ের ফাঁদে পড়লে, সেটা যদি আপনার জন্য ঠিকঠাক না হয়, বহু ঝামেলা। আইনি ঝামেলা, পারিবারিক ঝামেলা, সামাজিক ঝামেলা!

অত হ্যাপা পোহাতে যাবেন কেন? বরং সম্পর্ক কে সময় দিন। দুজন দুজনকে জানুন। তারপর লং টার্ম ডিসিশন নেবেন। অত তাড়াহুড়ো তে কাজ কি?

বরং সম্পর্ক টাকে সময় দিন যাতে তা পরিনত হয়ে পরিনতি পায় না হলে জানেন তো অপরিনত পাকা কে কি বলে? এঁচোড়ে পাকা যা কোনো কাজের না।

তাই ধীরে বন্ধু ধীরে।

©®শম্পা সাহা

শম্পা সাহা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *