অগোছালো কথাসব
সাজিয়ে তো অনেক অর্থ
হতে পারত, যা ভুলেও হয়নি।
যে সরল সতেজ হাস্যরসে
ভেসে যাওয়া আমি –
বারংবার উদাস হয়েওঠা
একফালি চাঁদের মৃদু আলো
বুকে নিয়ে ভারাক্রান্ত চোখে
সংসারের ছবি আঁকি নিত্য,
সম্মোহিত এ আমি দ্বিধান্বিত
তোমার স্বপ্নজালে নাজেহাল
যত ইচ্ছা অনিচ্ছুক তোমার
দুই হাতের মুষ্টিবদ্ধ আঙুলে
অঙ্গুরীয় হয়ে উঠবার
একান্ত উচ্চাভিলাষী।
সহন দহন অধৈর্যের সম্মুখীন
আমিত্বের হিসেবে তোমায়
ছুয়ে দেখি মৃতের স্পন্দন
তুমি বসেই আছো আমি হীন।