অসহায়
দেবব্রত কয়াল
জীবন যুদ্ধে সময়ের সাথে,
যত খানি এগিয়েছি বন্ধু ।
কামিনী কাঞ্চনে আশক্তি,
নিয়ে এসেছে যত দুঃখ ।
যুদ্ধ সম্পত্তি বিস্তারের নয়..,
কঠিন লড়াই, নিজেকে জানা.. ।
চাওয়ার সাধনায় পূর্ণতা যখন..,
নতুন চেতনা বিচলিত করেছে।
কখনো শান্তো বাতাসে মাঝি ,
পাল তুলে দাঁড় বইছে দুলে।
কখনো দোমকা ঝড়ো হাওয়া..,
মাঝি পাল নামাতে দিশেহারা।
কর্তব্যের পুঁটলি সঙ্গে বেঁধে,
ছুটে চলেছি অজানার দেশে ।
এইভাবে অনেক খানি মেঠো পথ… ,
পায়ের ধুলায় হারিয়েছে কতো স্মৃতি ।
সবাই জিতে নিতে চেয়েছে।
নিজেকে প্রমান করতে চেয়েছে।
আঠারোর মায়া জাল না বুঝে ,
হারিয়ে গেছে সব সময়ের স্রোতে।
জীবনের মূল্যায়ন যখন করছি,
মায়ার চাদরে ঢেকেছি চির সনাতন।
কখনো রুটি জলে ধর্ম হারিয়েছি…,
যাঁকে ছোঁয়া যায় না শুধুই অনুভবে।
সময় হয়নি এখনো অনেক বাকি,
দেহের সংস্কার শেষ হলে বিদায় ।
শ্রেষ্ঠ পথে ভ্রান্তির মিশ্রণ না ঘটে,
প্রকৃত বিজয় অনুরাগে…।
তুমি অনু জীবে প্রবেশ করে,
ভবের ভার করছ হরণ… ।
নিজের চাহিদা পূরণে জীবন,
আজ যেন প্রলয় নৃত্যে অসহায় …।।