দেখা হলো আবার – কেয়া চক্রবর্তী

শিরোনাম : দেখা হলো আবার
কলমে : কেয়া চক্রবর্তী

বছর পাঁচেক পর,
দেখা হলো তোমার সাথে আমার,
যখন আমি আসছি দেখে করতালি দিচ্ছে
মুহুর্মুহু সবাই,
তুমি এগিয়ে আসছো হাতে নিয়ে ফুলের মালা,
পরাতে আমার গলায়,
জেলার কালেক্টর এখন আমি,
তাই তো এই বর্ণাঢ্য আয়োজন,
আর পাঁচজনের মতো তুমি এখন আমার অধীনস্থ আমলা,
তাই নতুন মনিবকে করতে এসেছো বরণ,
মুখোমুখি দেখা হবে ভাবিনি কখনও,
দেখা হতেই উঠলো জেগে পুরানো সকল ক্ষত,
নিয়ে গেলো ফিরিয়ে আমায় অতীতের সেই কানাগলিতে,
মুহূর্তে বদলে গেলো তোমার হাসিমুখ,
চেয়ে রইলে এক দৃষ্টিতে আমার মুখের পরে,
হাতের মালা রইলো তোমার হাতে,
উদাসী হয়ে রইলে তুমি আচম্বিতে,
ভূত দেখলে নাকি,
মনে আসছিল সেই প্রশ্ন,
কোনদিন ভেবেছিলাম তোমার আমার হবে সুখের সংসার,
একদিন চেয়েছিলাম তোমার হাতেই পরতে গলায় মালা,
সেই স্বপ্ন হয়নি আমার পূরণ,
আজ সেসব অতীত,
আজ তুমি অন্য কারোর বর,
হাসি খুশি তোমাদের দুজনের সংসার,
আমি এখন কেবলই তোমার প্রাক্তন।।

একটু আগেই তোমার বউ এসেছিলো আলাপ করতে,
তোমার প্রশংসায় হয়ে গদগদ,
বলছিলো, ভাগ্যিস সেদিন বাবা তোমার মত
ব্রিলিয়ান্ট ছেলের বিলেত যাওয়ার খরচ দিয়েছিলো,
নাহলে আজই কি সে আর এইভাবে আমার সাথে আলাপ করতে আসতে পারতো,
জানো সেদিন তোমার ওপর বড্ড হয়েছিল রাগ,
নিজের স্বপ্ন যখন যাচ্ছিলো চোখের সামনে একটু একটু করে ভেঙে,
মনে মনে কত তোমায় দুষেছি,
ভগবানকে ও অনেক কথা বলেছি,
সইতে পারিনি সেদিনের সেই যন্ত্রণা,
বামুন হয়ে চাঁদের নাগাল যে পাওয়া যায় না,
বুঝিয়ে দিয়েছিলে তুমি হাবেভাবে,
মন ভাঙার যন্ত্রণাতে করেছি আমি ছট্ ফট্
তুমি তখন বরের বেশে যাচ্ছো করতে রাজ্য ও রাজকন্যা পাওয়ার লোভে,
বিলেত যাওয়ার খরচ পাবে বলে,
তাই তো এক লহমায় পারলে আমায় দিতে ঠেলে দূরে,
ভালোবাসার স্বপ্ন আমার চোখের থেকে মুছে দিলে ,
হঠাৎ করে পড়লো পুরানো কথা মনে,
ভাবিনি আবার দেখা হবে কখনো এইভাবে তোমার সঙ্গে,
তোমার হাতের মালা আমার জয়ের মালা হবে,
সেদিনের সেই অপমানের মধুর প্রতিশোধে এভাবে ও নেওয়া যাবে।।

দূর থেকে দেখছো তুমি আমার বৈভব,
একদিন যার অভাবেই দিয়েছিলে আমায় তুমি ছুঁড়ে,
আজ সেই চোখ ধাঁধানো প্রতিপত্তি দেখে
কেন করুণ তোমার হাসিমুখ,
মুহূর্তেই তোমার মুখের রঙ গেছে বদলিয়ে,
আমি তখন মুচকি হাসছি, তোমার দিকে তাকিয়ে,
ভাগ্যিস সেদিন আমায় তুমি
চাওনি করতে বিয়ে,
তাই তো আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়ে,
নাহলে আজ আমি তোমার গৃহিনী হয়েই থাকতাম গৃহবন্দী,
এর চেয়ে এই ভালো আমি আজ তোমার মনিব পদে আসীন,
ভগবান তোমার বিচার বুঝতে পারিনা আমরা তৎক্ষণাৎ,
আমার এই উত্তরণের জন্য মনে মনে তোমায় জানাই ধন্যবাদ।।

©কেয়া চক্রবর্তী®
কবিস্বত্ব সংরক্ষিত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *