দূরের তুমি : পৃথা সিনহা দাস

হৃদয়ের অলিন্দে তার নিত্য আসা যাওয়া
ক্ষনিক মিলন, ক্ষনিক কথন, সেই তো পরম পাওয়া।
অপেক্ষার প্রহর গুনি ,তোমায় নিয়েই স্বপন বুনি
ক্ষনিক তরে সকল ভুলে তোমাতে হারিয়ে যাওয়া মোর সেই তো পরম পাওয়া।।

কবরীতে জুঁই এর মালা, নীলাম্বরী শাড়ি
আমি আজ গরবিনী, আমি সেই নারী, আমি হয়তো পারি দূরত্ব প্রেম বাঁচিয়ে রাখতে কারণ আমিই সর্বংসহা নারী।

সকল আগলে, সকল সামলে যদি তোমায় ভালোবাসি?
সকল কিছু সবার তরে উজাড় করে যদি তোমার কাছে আসি? যদি তোমায় ভালোবাসি।

আগলে রেখো, যত্নে রেখো সোহাগ দিয়ে ভরে
মুহুর্ত সব বাঁচিয়ে রেখো তোমার আমার তরে রেখো সোহাগ দিয়ে ভরে।।

মিলন শেষে ফিরবো আবার আপন খেলা ঘরে
বিচ্ছেদের যন্ত্রনায় দু চোখ জলে ভরে তবু ফিরবো খেলা ঘরে।
প্রেম বাঁচে অপেক্ষায়, প্রেম বাঁচে বিশ্বাসে.. তোমার আমার দীর্ঘশ্বাসে।।

আবার তুমি আসবে যবে সাজবো আমি যতনে
কবরীতে ফুলের মালা নীলাম্বরী পরনে।
আগল খুলে বলবো সকল যা আছে মোর পরানে, তাকে সঞ্চিত রাখি গোপনে
মনের ঘরে বসত তোমার মুক্তি তোমার মাঝে
দায়িত্ব আর কর্তব্যের পরেও দূরত্ব প্রেম বাঁচে।
দগ্ধে দগ্ধে খাঁটি সে প্রেম বিরহের আঁচে, মধুর সে প্রেম সংগোপনে বাঁচে।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *