দুঃখ – বিশ্বনাথ পাল

দুঃখ  -   বিশ্বনাথ পাল

দুঃখ তোমার আস্তিনে—এত

আনন্দ আছে জানত কে?
তুমিই  সর্বহারার রক্ষাকবচ
হার মানি যে তোমায় দেখে।
তোমার কাছে আঘাত পেলে
তবেই খোলে আশার পথ,
তুমিই সুখের চাবিকাঠি
তুমিই দুঃখীর হিম্মত ।
উঠতে বসতে সকলখানে
না থাকলে তোমার  ছোঁয়া,
ডাকত না আর ডাহুক বনে 
মিঠেল রোদে গান গাওয়া ।
তুমি হলে মনের রাজা
তোমার পাশে সুখের পাহাড় ।
তোমায়  ছাড়া তাই 
খোলে না সুখের  দুয়ার ।
তোমার সুরে সুরে মেলাতে
যারা জানে ভাল মতন,
তাদের কাছে  বন্ধু তুমি 
তুমিই তাদের মানিক রতন ।
এই জগতে মহান  যারা
তোমার পেয়ে আশীর্বাদ 
বদলে গেছে জীবন তাদের 
মুছে গেছে গভীর খাদ।
তবু তোমার  বদনাম
সবখানে  বেশ যে চলে,
তুমি নাকি কিপটে ভারী
দেশ পাঠাচ্ছ রসাতলে।
অভাব তোমার  হাত ধরা যে
আহা মনের নেই এমন
তোমায় নিয়ে বাঁচতে হলে
তাই তো লাগে কঠিন পণ।
তবু তুমি আজকে যেন
থাকো বন্ধু  আমার কাছে ।
সুখের ফানুস চাই না আমি
দুঃখ যখন আমায়  যাচে।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *