দিশারী মুখোপাধ্যায়

আকাশকুসুম
দিশারী মুখোপাধ্যায়

আজ সারাদিন কষ্ট ভোগ করতে হবে
সুমিষ্ট কষ্টের কাছে একটা জীবন যেখানে নস্য ছাড়া আর কিছুই নয়
একটাদিন সেখানে কত শতাংশ দাবি করতে পারে
তার ত্যাগের মাহাত্ম্য
আমি পা রাখার আগেই
রাস্তা এগিয়ে এসে আমার হুকুম পালন করার জন্য পেতে রেখেছে তার বুক
এখন আমি কীভাবে রাস্তার চেয়ে বড় হ’তে পারি
রাস্তাকে প্রণাম করতে
আমি নিজেকে তার পরিমাপের একক বানাই
আজ সারাদিন আলো থাকবে না , তাই
অন্ধকার সামনে এসে নতজানু
যেই তাকে স্পর্শ করবে ভালবাসার হাত
জ্বলে উঠবে অসংখ্য চাঁপার মত ইমনকল্যাণের অলীক প্রণয়

01.png

sahitya patrika

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *