দাদা ছাপবেন তো কবিতাটা – নিমাই দেব

আমার একটা মামা , একটা কাকা ,
কালো সাদা জলের টাকা ভাগে রাখা
গলায় মাদুলি কপালে গোধূলি
আমি এক বান্দা ভীষণ মামুলি ,
ক্ষ্যাপার ফোন আসে রোজ রাতে
বড়ো একা লাগে ভাইরাল জগতে
দাদা আছি কোথা – নাম নেই এত কোরে ,
পদ্মার মা অছিলায় শুধু প্রেমে পড়ে ।
মেলে না অনেক লাইন শুধু মুচকি হাসে চতুর বক,
দাদা আমি ফেসবুকে হয়েছি বানান না জানা সম্পাদক ।

#storyandarticle

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *