দাদা , কোথায় কি লিখবো ? নিমাই দেব

কোথায় কি লিখবো
সে নিয়ে এখন আর ভাবি না ,
যা তা একটা লিখলেই হল
ফেসবুক তো আছে
ভাইরাল করে দেবে ।
যেখানে হাজার হাজার মানুষ
আমার লেখা পড়ার জন্য পাগল ,
তখন ভায়া চিন্তা কি ,
গরু , ছাগল , উড়ো জাহাজ
পুকুরের পানা , বেড়ালের ছানা
কোমরের ব্যথা , নালিশ , বালিশ
ইলিশ ,
আমি চাই আমার নাম হোক ।
আছে পাঠক যাঁরা আমাকে
ভাইরাল করার জন্য
সব কাজ ছেড়ে বসে আছে ফেসবুকে ।

#storyandarticle

https:storyandarticle.com/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *