দর্শন

দর্শন
—দীপক বেরা

বেশ কিছুদিন ধরেই আংশিক মাথাধরা
আবছা দৃষ্টি, কেমন ঘোরঘোর ভাব
কেউ বলে,
চশমা নিলে নাকি সব ঠিক হয়ে যাবে
এখন নতুন চশমায়ও ঝাপসা লাগে
নতুন চশমায় প্রথম প্রথম এরকম হয়
উপদেশ, যুক্তি আর জ্ঞানের অন্ত নেই
সবশেষে উপলব্ধিই তো শেষ কথা বলে
চশমায় কিয়দংশ দৃশ্যমানতা শুধু
অন্য কোনও দেখা আছে ফোকাসের ওপারে..
কে বেশি প্রগাঢ়?
চশমা, —নাকি দর্শন?
দৃশ্য, —নাকি স্রষ্টা?
চিন্তার প্রকোষ্ঠে তার মৃদু নেভা-জ্বলা
গাঢ় অন্ধকারের ভিতরও
প্রগাঢ় এক দর্শন আছে;
আমাদের না-দেখার ওপারে..!

টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০২|০৩|২০২৩

inbound1253860875648234316.jpg

DIPAK BERA

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *