দয়াময় বাগ

আমার কবি
কলমে: দয়াময় বাগ

আমার কবি হৃদ মাঝারে থাকে আমার সাথে,
আমার কবি হাট বাজারে কতই গান গাথে।
আমার কবি ছাতিমতলে উজার করে শিক্ষা,
আমার কবি কদমতলে করে প্রেমের ভিক্ষা।
আমার কবি কুমোর পাড়ার নকশা করা কাজ,
আমার কবি চুলের খোঁপায় পলাশ ফুলের সাজ।
আমার কবি পদ্মার ধারে ইলশের সাথে নাচে,
আমার কবি সবার সাথে ভালোবাসায় বাঁচে। আমার কবি ভর দুপুরের বসন্তের কোকিল,
আমার কবি কি নয়, তা বোঝা খুব মুশকিল।
আমার কবি সুখ দুঃখের অন্যতম সাথি,
আমার কবি সোনার বাংলার চষা মাঠের মাটি।
আমার কবি বটবৃক্ষের স্নিগ্ধকর ছায়া,
আমার কবি সরল শিশুর দুচোখ ভরা মায়া।
আমার কবি উঠান ভরা শিউলি ফুলের গন্ধ,
আমার কবি দোদুল্যমান ভরা নদীর ছন্দ।
আমার কবি সবুজ ঘাসের একটি শিশির বিন্দু,
আমার কবি বিরাজ যেন গোটা সপ্তসিন্ধু।
আমার কবি প্রথম রবি এশিয়ার নোবেল জয়ী,
আমার কবি বিশ্ব কবি সাহিত্য জগতের ত্রয়ী।
————————————

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *