দই কথা – বিজন মণ্ডল

চলো না দাদা , সেই দেশেতে যাই—

যেথায় রয়েছে সাজানো হাড়ি হাড়ি দই।

পরান ভরিয়া খেতাম–

যদি না সেই দেশের সন্ধান পেতাম! !!

আহা , দই বলে কথা–

কষ্ট হলেও যাবে না তা বৃথা।

চলো না দাদা সেই দেশেতে যাই–

যেথায় শুধুই পেতাম হাড়ি হাড়ি দই ।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *