থাকব এবার নিজের ঘরে- ছন্নছাড়া

থাকব এবার নিজের  ঘরে,

দেখব না ঠাকুর ঘুরে ঘুরে,

কোভিড তোমায় রাখব দূরে,

আনন্দ থাকুক জীবন ঘিরে।

#

পূজোর ক’দিন থাকব ভুলে,

অর্থকষ্ট আর দৈনতারে,

লকডাউনে যা গিয়েছে,

নাই বা পেলাম তারে ফিরে।

#

ঠাকুর দেখব টিভির ‘পরে,

সবাই মিলে বসে ঘরে,

থাকব তাও দু গজ দুরে 

আনন্দেতে উঠব ভরে,

#

নতুন পোষাক পরার আগে,

সাবান জলে ধোব তারে,

রোদ্দুরেতে দেব মেলে,

স্বাস্থ্য বিধান মানার তরে।

#

বাইরে যাব প্রয়োজনে,

নাই বা গেলাম অকারণে,

রাখতে সবে সুস্থ করে,

না হয় এবার থাকব ঘরে।

#

জানি সবাই বলবে ভীরু,

কাপুরুষও বলতে পার,

সেটাও না হয় হলাম আমি,

বোকাও না হয় বলতে পার।

#

তবু আমি মানবো বিধি,

যাব নাতো লোকের ভিড়ে, 

করোনাকে রাখব দূরে,

দেখব ঠাকুর টিভির ‘পরে।

#

আমার মত সবাই যদি,

এটাই এবার করে পণ,

অতিমারী থাকবে দূরে,

জিতব মোরা জীবন রণ।

#

সবাই মিলে লড়ব মোরা, 

লড়ব রোগের সাথে,

নতুন পৃথিবী উঠুক গড়ে,

রোগমুক্ত নতুন প্রভাতে।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *