তোর চোখের জল
—- ছন্নছাড়া
ওরে, তোর চোখের জল
পড়ছে কেন বল?
আমার বোকার জীবন ধারণ
তোর সকল দুঃখের কারণ
তাই তো রে তোর, আমার সঙ্গে থাকা বারণ
তবে তোর চোখের জল
পড়ছে কেন বল?
ওরে, তোর চোখের জল
পড়ছে কেন বল?
আমার সকল কষ্ট, অভিমান
তোর অলীক সুখের সন্ধান
গড়ল যে রে তোর -আমার ব্যবধান
তবে তোর চোখের জল
পড়ছে কেন বল?
ওরে, তোর চোখের জল
পড়ছে কেন বল?
তোর স্বাধীনতা চাওয়া
আমার তাই তো সরে যাওয়া
আনবে রে তোর সফলতা পাওয়া
তবে তোর চোখের জল
পড়ছে কেন বল?
ওরে, তোর চোখের জল
পড়ছে কেন বল?
তোর আমায় ছেড়ে যাওয়া
তাতেই হোক রে তোর সুখ পাওয়া
এটাই ত মোর চাওয়া
তবে তোর চোখের জল
পড়ছে কেন বল?
------@@@@------
ছন্নছাড়া