তোমার জন্য – বিজন মণ্ডল

শয়নে স্বপনে

যাহারে ভাবি সে যে ঐ দূর আকাশের তারা ,

তাহার লাগিয়া

নিশি জাগিয়া আমি থাকি বসিয়া তন্দ্রাহারা ।

.

স্বপনের ঘোরে

যাহার প্রেম হৃদয়ের বৃন্দাবনে করেছি রোপন ,

এই পৃথিবীতে

কেহই শোনে নাই বুঝে নাই রহিয়াছে গোপন ।

.

হৃদয় ভেদিয়া

যখনই উঠিবে গজিয়া অঙ্কুরিত প্রেমের চারা ,

তোমার স্বপ্নে

আসিয়া যাইব ভাসিয়া প্রেমে হইব দিশাহারা ।

.

যেখানে থাক

যতদূরে আমি আসিব তোমার ধারে ফিরিয়া ,

আমি রহিব

তোমার শয়নে স্বপনে দেহ মন প্রাণে ঘিরিয়া ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *