তোমার অপেক্ষায় — ইব্রাহিম হসেন

তোমার অপেক্ষায়  --  ইব্রাহিম হসেন
ফুল বাগানে ডাকলে এনে
কথা বলার তরে, 
তোমার বিয়ের কথা বললে আমায় 
মনটা উজাড় করে ।
সাত বছরের ভালোবাসা 
ভুলব কেমন করে ?
কালকে যেতে বলছো 
তোমার বিয়ের আসরে ।
নিজের ভালো বুঝলে তুমি 
আমায় করে পর ,
আমায় ছেড়ে পারবে কি 
বাঁধতে সুখের ঘর ? 
স্বপ্ন আশা হৃদয় মাঝে 
সবই তোমায় ঘিরে,
তোমায় ছেড়ে জগৎ মাঝে 
বাঁচবো কেমন করে ?
কালকে তোমার বিয়ে হবে 
বলতে এসে তাই ,
দুঃখ দিয়ে ভরিয়ে দিলে 
আমার জীবনটাই ।
তোমার সুখের কথা তুমি 
ভাবলে বসে হেথা, 
বুঝলে না তো কভু তুমি 
আমার মনের ব্যথা।
আমায় ফেলে সুখে যদি 
বাঁধতে পারো ঘর ,
উঁচিয়ে দুহাত করব দুয়া 
সারা জীবন ভর ।
তবুও আমি বলে রাখি 
একটা কথা তোমায়,
আমার জীবন কেটে যাবে 
তোমার অপেক্ষায় । 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *