সেদিন তোমায় দেখেছিলাম গোধূলির বেলায়।
লোকচক্ষুর আড়ালে হাঁটার পথে।
এখনো রয়েছে রেশ মনের মধ্যেখানে।
অপরিচিতা তুমি বিরাজ করো মোর হ্নদয় জুড়ে।
প্রথম দেখাতেই গুঞ্জন উঠেছিলো চারদিকে।
রটিয়েছিল আকাশে বাতাসে বিশালতার মাঝে।
একাকিত্ব জীবনে তুমি রোপণ করেছো বীজ,
শূন্যেতার মাঝে একরাশ পূর্ণতা নিয়ে।
প্রতিমুহূর্তে তোমাকে নিয়ে গল্প সাজায়,
হাজারো রকমের বাহানা দিয়ে।
বিস্তৃত মাঠে কাশফুলেদের সাথে।
তুমিও কী ভাবো আমাকে নিয়ে?
সেদিনের দেখাতে তুমি ছিলে যতটা না দৃশ্যমান,
তারচে বেশি বিদ্যমান আমার আকাশে তারাদের ভিড়ে।
সকাল,বিকাল, রাত্রিকালে তুমি বিস্তৃত সর্বোচ্চ ঘিরে।
সময় যেন থমকে আছে, অচল স্মৃতি রেখার সাথে।
নির্ঘুম নিদ্রাহীন রাতে তোমার ভালোবাসা,
আবিষ্কার করি শূন্যেতার মাঝে।
দূর থেকে একবার তাকানোতে,
আমি যেন বন্দি হয়েগেছি কোনো এক মায়াডোরে।
অনুভবে পাওয়া তোমার স্পর্শে,
আমি হারায় কল্পলোকে তোমাকে নিয়ে।
বসে বসে আনমনে ডাইরির পাতার ভাঁজে,
তোমায় নিয়ে কাব্য লিখি ছন্দের সাথে তাল মিলিয়ে।