কেন জানিনা! মনে হয়
তুমিও দেখছো আমাকে –
এমনি বিশ্বাস আস্থা হয়ে উঠতে চায়
প্রাণপণে, অবিশ্বাসী মনে।
অনেকগুলি প্রায় ঘুম না আসা
অবুঝ রাত ইচ্ছেগুলিকে স্বপ্নের আকারে
নিসিক্ত করে যায়, সে তুমি চাওনা –
জানি,অন্য কিছু চায় তোমার মন
যে চাওয়া তোমার অনবদ্য রূপের মত
রাতজাগা নিরলস কামনা প্রভাবিত
বৃষ্টির বিন্দুভরে প্রলাপিত।
যত সাধ আহ্লাদ তোমাকে নিয়ে
উড়তে শেখা তুমিতে ভরকরে
তোমার সৃজন মগ্ন আমিতে
তোমারি ইচ্ছে ও খেয়াল নির্বিশেষে,
ভাদ্রের নদী উচ্ছ্বাসে বিরাট দানের
নীতি হয়ে কালজয়ী তোমার মোহ
তবু আমার সবুজ বুকের শেকড়ে
বন্যার নিবিড় চুম্বন কাঁদিয়ে যায় –
তোমায় অভুক্ত নেকড়ের মায়াবী
কান্নার প্রেম মনে হয়, আর তখুনি
তুমি, সত্যি তুমি আমারও কিছুটা
আপন মনে হও, সহাস্যে চেয়েদেখি –
একমনে অনাদির মোড়কে চিরন্তন নতুন
অবসাদের সুমিষ্ট প্রলাপ মাখি।