তিনটি কবিতা – বিকাশ মন্ডল

[post-views]

১. খোঁজ নেই

সকলের ভিতরেই আছে আগুন ; তার তাপ, বিভা
খোঁজ নেই। কেউ কেউ খোঁজে ; বেশির ভাগ
অলস। খুঁজে যারা পেয়েছেে আনন্দেে আছে।
মেতে আছে। আগুন জ্বালাতে গ্যাছে ভুলে।
দেশলাই কি চকমকি পাথর খোঁজে না।
দু-একজন খোঁজে। ঠুকে ঠুকে জ্বালায় তবে ছাড়ে।
তখনই পাঁচজন আগুন ঘিরে বসে ; ওম নেয়
আগুনের আত্মকথা পড়ে জ্বলে- ওঠা শেখে।
২. সন্দীপন
ছাই দেখে ‘ দুর ছাই ‘ কখনো বলিনা
হয়তোবা ছাইচাপা আছে ক্রোধ ও দহন
শ্রম দিলে, ছাইয়ের পাহাড় সরালে
পেলেওবা পেতে পারি অমূল্যরতন
৩. ক্রোধ   
আদিতে যে পাথরটি তুলেছিল হাতে
অতোটা মানুষ সে-কী ছিল
ছেনী ও হাতুড়ি দিয়ে কুঁদে কুঁদে প্রান আনে যে
সে মানুষ, শিল্পী এবং জটিল
বিকাশ মন্ডল
মনশুকা, হাওড়া  
সূচক – ৭১১৪১০ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *